ওয়েব ডেস্ক: আইসিস হামলার আশঙ্কায় অজানা ব্যক্তিদের নামে FIR দায়ের করল দিল্লি পুলিস। দেশে এই প্রথম আইসিস হামলার আশঙ্কায় FIR দায়ের হল। দিল্লি পুলিসের আশঙ্কা রাজধানী ছাড়াও দেশের অন্য বড় শহরেও হামলা চালাতে পারে আইসিস। দিল্লি পুলিস বলছে গোয়েন্দা সূত্রে গত জুন মাস থেকেই হামলা হওয়ার আশঙ্কা দানা বেঁধেছে। এরপরই গোটা দেশে সতর্কবার্তা পাঠানো হয়েছে। পাঁচজনকে আপাতত স্ক্যানারে রাখা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিম এশিয়ায় কাজে যাওয়া এই রাজ্যের যুবকদের নিয়োগ করতে চাইছে আইসিস। ইসলামিক স্টেট জঙ্গিদের নিশানায় থাকা যুবকদের সেই তালিকা হাতে এসেছে এনআইএর গোয়েন্দাদের। সম্প্রতি আইসিসের নিয়োগকারী সন্দেহে দুবাই থেকে ধৃত আফসা জাবিনের কাছেই তালিকার হদিশ মিলেছে। হায়দরাবাদের বাসিন্দা ওই মহিলাকে গত মাসেই হেফাজতে পেয়েছে ভারতীয় গোয়েন্দারা।


প্রায় কুড়ি হাজার ভারতীয় যুবকের নাম ও ইমেল আইডির খোঁজ মিলেছে আফসা জাবিনের কাছে। যার মধ্যে এরাজ্যের কয়েকশো যুবকের নাম রয়েছে। এদেরকে আইসিসের হয়ে সিরিয়ায় যুদ্ধে পাঠানোর পরিকল্পনা ছিল বলে দাবি গোয়েন্দাদের।