ওয়েব ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের অন্যতম বড় অস্ত্রাগারে। নাগপুরের সেনা অস্ত্রভাণ্ডারে আচমকাই লেগে যায় আগুন। ইতিমধ্যে ২ আধিকারিক সহ মৃত কমপক্ষে ১৭জন। এমনই তথ্য দেওয়া হয়েছে সেনাদের পক্ষ থেকে। এছাড়াও গুরুতর জখম ১৫ জন সেনা জওয়ান। তাঁদের চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


তড়িঘড়ি সরানো হচ্ছে আসে পাশের বাসিন্দাদের। আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে বহুদূর থেকেও। সেনাসূত্রে খবর, রাত ১ টা নাগাদ আগুন লাগে নাগপুরের এই পালগাঁও সেনা অস্ত্রাগারে। এই অস্ত্রাগারটি নাগপুর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত। নাগপুর কী কারণে, আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। নাশকতা কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।