নিজস্ব প্রতিবেদন: মধ্যরাতে হাসপাতেলের ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত পাওয়া খবরে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে নয় রোগীর। হাসপাতালে ৭০ - এর বেশি সংখ্যক কোভিড রোগী। তাদের সরানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটটি ঘটেছে মুম্বইয়ের মলের অন্তর্গত একটি হাসপাতালে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মলের তিন তলায় রয়েছে হাসপাতালটি।  সেখানে থেকেই মলের ৪ তলা ও ১-তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে খবর। ঘটনাস্থলে, পৌঁছয় ২২-২৩টি দমকলের ইঞ্জিন। রাতভর চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। সকাল গড়িয়ে গেলেও এখনও উদ্ধার কার্য চলছে বলে খবর।  


 



মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার বলেন, ' আমি এই প্রথম দেখলাম, কোনও মলের ভিতর হাসপাতাল রয়েছে। এই অগ্নিকাণ্ড খুবই ভয়াবহ ঘটনা। এটা খুবই ভয়াবহ একটা ঘটনা। ৭০ টি রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে'। 


 




জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত ১২.৩০ নাগাদ।