ওয়েব ডেস্ক: গভীর রাতের আগুনে ছাই হয়ে গেল দিল্লির জাতীয় প্রাকৃতিক ইতিহাস মিউজিয়ম। রাত পৌনে দুটোয় আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ৩৫টি ইঞ্জিন। যদিও, খুব বেশি কিছু বাঁচানো যায়নি। নষ্ট হয়ে গেছে বহু মূল্যবান নথি ও প্রদর্শ। ভোর ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ৭টায় পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া সম্ভব হয়। দমকলের এক পদস্থ কর্তা জানান, মিউজিয়ামের অগ্নি নির্বাবক ব্যবস্থা ঠিক মতো কাজ না করায় পরিস্থিতি সামাল দিতে প্রচুর সময় লাগে।


ক্ষতিগ্রস্ত হয়েছে বণিকসভা ফিকির অফিসটিও। গভীর রাতে আগুন লাগায় প্রাণহানির ঘটনা ঘটেনি। গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন ২ দমকল আধিকারিক। তাঁদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিতসকরা তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।