ওয়েব ডেস্ক: টাটা গ্রুপের হেড কোয়ার্টার তথা ঐতিহাসিক 'বোম্বে হাউস'-এ আজ সকাল ১০টা ৩০মিনিট নাগাদ আগুন লাগে। জানা গেছে কেউ মারা যাননি এবং সেই অর্থে কোনও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক দমকল আধিকারিকের মতে শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা আয়ত্তে আনা হয় যার ফলেই কেউ আহত হননি এবং ক্ষয়ক্ষতিও হয়নি।



এই ঐতিহাসিক 'বোম্বে হাউস'ই টাটা গোষ্ঠীর মূল কার্যালয়। টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামসেদজি টাটার সুযোগ্য পুত্র স্যার দোরাবজি টাটার আমলে এই ইমারতটি টাটা গোষ্ঠীর আওতায় আসে। নানাবিধ ইতিহাসের সাক্ষী এই বাড়িতেই প্রথম ১৯৩২ সালে 'ইন্ডিয়ান এয়ার লাইন্সের' গোড়া পত্তনের বিষয়ে আলোচনা হয় এবং এই বাড়ি থেকেই প্রথম কোন ভারতীয় সংস্থার দ্বারা আন্তর্জাতীক স্তরের সবচেয়ে বড় বাণিজ্যিক অধিগ্রহণটি সম্পন্ন হয় ২০০৭ সালে (১৩ বিলিয়ন মার্কিন ডলার)।