ওয়েব ডেস্ক: ভারতের মধ্যে সবচেয়ে ধনী শহর কোনটা? ভাবছেন এ আবার কি কথা! আসল কথা হল, কোন শহর তার বাসিন্দাদের মোট সম্পত্তির (আর্থিক) দিক থেকে ধনীতম? উত্তরটা হল মুম্বাই। জানি এতে আপনি মোটেই অবাক হলেন না। কারণ, প্রায় অধিকাংশ ধনকুবেরদেরই বাস যে মহারাষ্ট্রের রাজধানী শহরে এতো আপনার জানা। এছাড়া, মায়া নগরী মুম্বাইয়ের তো আরও একটা তকমা রয়েছে যা কিনা তাকে বিশ্বের মধ্যে 'ভারতের অর্থনৈতিক রাজধানী'র শিরোপা দিয়েছে। কিন্তু, মুম্বাইয়ের পরে কোন কোন শহর রয়েছে বা গোটা তালিকাটা শুনলে আপনি অবাক হবেনই। আসুন, দেখে নিই চটপট-


আরও পড়ুন- ভারত-পাক 'লড়াই' নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই বাংলাদেশি লেখিকা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) মুম্বাই (মোট সম্পত্তি-৮২০ বিলিয়ন মার্কিন ডলার)।


২) দিল্লি (মোট সম্পত্তি-৪৫০ বিলিয়ন মার্কিন ডলার)।


৩) বেঙ্গালুরু (মোট সম্পত্তি-৩২০ বিলিয়ন মার্কিন ডলার)।


৪) হায়েদরাবাদ (মোট সম্পত্তি-৩১০ বিলিয়ন মার্কিন ডলার)।


৫) কলকাতা (মোট সম্পত্তি-২৯০ বিলিয়ন মার্কিন ডলার)।


৬) পুনা (মোট সম্পত্তি-১৮০ বিলিয়ন মার্কিন ডলার)।


৭) চেন্নাই (মোট সম্পত্তি-১৫০ বিলিয়ন মার্কিন ডলার)।


৮) গুরগাঁও (মোট সম্পত্তি-১১০ বিলিয়ন মার্কিন ডলার)।


আরও পড়ুন- ভারত-পাক উত্তেজনার মাঝে সুষমার সৌহার্দ্যের নজির