ওয়েব ডেস্ক : দু'দিনের সফরে বাংলাদেশে গেলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। এই প্রথম ভারতের কোনও প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফরে গেলেন। দু'দেশের সামরিক বিষয় নিয়ে আলোচনা ছাড়াও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচলার কথা রয়েছে এই সফরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামীকাল তিনি চট্টোগ্রামে বাংলাদেশের মিলিটারি অ্যাকাডেমি পরিদর্শনে যাবেন। এরপরই ফিরে আসবেন ঢাকায়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন তিনি। এই সফরে সে'দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি পার্রিকর দেখা করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে।


চলতি বছরের ডিসেম্বর মাসে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার আগে পার্রিকরের এই সফর তাত্‍পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।