নিজস্ব প্রতিবেদন: অক্ষয় তৃতীয়ার দিনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan Samman Nidhi) অষ্টম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই প্রথম টাকা পেলেন বাংলার কৃষকরা। বাংলার প্রায় ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে কিষান সম্মান নিধির কিস্তি। সে কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।              


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এ দিন সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে টাকা পাঠান প্রধানমন্ত্রী (PM Modi)। দেশের ৯.৫ কোটি কৃষকের ঢুকল ১৯ হাজার কোটি টাকা। তার মধ্যে রয়েছেন বাংলার ৭ লক্ষ কৃষক। রাজ্যের ক্ষমতায় এলে কৃষকদের বকেয়া-সহ ১৮ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ দিন তিনি বলেন, ''আজ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কৃষকের সরাসরি ব্যাঙ্ক অ্যাকউন্টে পাঠানো হল প্রায় ১৯ হাজার কোটি টাকা। এতে অন্তত ১০ কোটি কৃষক উপকৃত হবেন। প্রথমবার এই প্রকল্পের সুবিধা পেলেন পশ্চিমবঙ্গের কৃষকরা।''         



২০১৯ সালে ফেব্রুয়ারিতে সূচনা হয়েছিল কিষান সম্মান নিধি। এই প্রকল্পে বছরে ৩ কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় ৬ হাজার টাকা। এখনও পর্যন্ত ১.১৫ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে প্রকল্পে। কিষান সম্মান নিধি নিয়ে সংঘাতে জড়িয়েছিল কেন্দ্র-রাজ্য। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, কৃষকদের নামের তালিকায় যাচাই করে দিচ্ছে না রাজ্য সরকার। তার ফলে বঞ্চিত হচ্ছেন বাংলার কৃষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলায় ক্ষমতায় এলে কৃষকদের বকেয়া কিস্তি বাবদ ১৮ হাজার টাকা দেওয়া হবে। গতকাল কৃষকদের খোলা চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন,''আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু পাচ্ছেন অনেক কম। এইটুকুও আপনারা পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম।''               


আরও পড়ুন- পিএম কিষানে পাচ্ছেন অনেক কম, লড়াই না করলে এইটুকুও পেতেন না, চাষিদের চিঠি Mamata-র