নিজস্ব প্রতিবেদন: গতকাল সন্ধের পরথেকেই হইচই ফেলেছে এই ভিডিয়ো। যা প্রকাশ্যে আসছেই ছড়িয়েছে চাঞ্চল্য। ভিডিয়োতে দেখা যাচ্ছে উড়িষ্যার পুরীর মূল মন্দিরে প্রতিদিন যে পতাকা লাগানো হয় সেখানে দাউদাউ করে জ্বলছে আগুন। আর তাতেই কার্যত অশনি সংকেত দেখছেন সাধারণ মানুষজন। নেটিজেনদের অনেকেই বলছেন এ অমঙ্গলের লক্ষণ। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও কীভাবে মন্দিরের পতাকায় আগুন লাগলো তা সঠিকভাবে জানা যায়নি। ভিডিয়োটির সত্যতাও যাচাই করা হয়নি। অনুমান পতাকা লাগানোর সময়েই কোনও কারণে আগুন ধরে গিয়েছে। জানা গিয়েছে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে মন্দির কর্তৃপক্ষ। আগুনে মন্দিরের বিশেষ কোনও ক্ষতি হয়নি বলেই সূত্রের খবর। তবে ঘটনায় অনেকেই ভয় পেয়েছেন। তাঁদের বক্তব্য যে পতাকা মন্দিরের বিপদ রক্ষায় লাগানো হয়েছে তাতে আগুন লেগে যাওয়া একেবারেই ভাল বিষয় নয়।


শোনা যায়, প্রতিদিন মন্দিরের একজমন পুরোহিত মন্দির চূড়ায় গিয়ে এই পতাকা লাগিয়ে আসেন। এই ৪৫ তলা উঁচুতে পতাকা লাগানোর জন্য কোনও নিরাপত্তার ঢাল প্রয়োজন হয় না পুরোহিতের। এমনটাই চলে আসছে বছরের পর বছর। স্বাভাবিক ভাবেই বলার অপেক্ষা রাখে না, এই পতাকা নিয়ে মানুষের মধ্যে ভাবাবেগ কাজ করে। আর তাই এই বিপর্যয়কে মোটেই ভাল চোখে দেখছেন না অনেকেই।