ওয়েব ডেস্ক : অল্পের জন্য রক্ষা। যান্ত্রিক ত্রুটির জেরে ল্যান্ডিংয়ের সময় বিপত্তি। ঘটনাটি চেন্নাই বিমানবন্দরের। ১৮৪ জন যাত্রীকে নিয়ে দুবাই থেকে চেন্নাই আসে বিমানটি। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, যাত্রী ও ক্রু মেম্বাররা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তাদের নিরাপদে বিমানের ভিতর থেকে বের করে আনা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিমানবন্দরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বিমানটি ল্যান্ড করা মাত্রই পাইলটের চোখে পড়ে একটি ইঞ্জিন থেকে 'কালো ধোঁয়া' বেরচ্ছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের টেকনিক্যাল ক্রু-দের সতর্ক করা হয়। সুরক্ষা কর্মী ও আধিকারিকরা বিমানটি ঘিরে ফেলেন। ধীরে ধীরে বিমান থেকে বের করে আনা হয় যাত্রীদের।


যান্ত্রিক ত্রুটি মেরামতির পর বিমানটি আবার দুবাইয়ের উদ্দেশে উড়ে যায় বলে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে।


আরও পড়ুন, ট্রেনের বিরিয়ানিতে মিলল টিকটিকি!!!