ওয়েব ডেস্ক: বিরল প্রজাতির উড়ন্ত সাপ দেখতে পাওয়া গেল কোয়েম্বাটোরে। কোয়েম্বাটোরের কালামপালায়াম গ্রামে এই সাপ দেখতে পান গ্রামবাসীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



কোয়েম্বাটোরের কালামপালায়াম গ্রামের বাসিন্দারা হঠাত্‌ই দেখতে পান কয়েকটি সাপ এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখনই তাঁরা সাপুড়েদের খবর দেন। সাপুড়েরা এসে সাপগুলিকে ধরে। সাপগুলি প্রায় ৩ ফুটেরও বেশি লম্বা। তাঁরা জানিয়েছেন, এগুলি খুবই বিরল প্রজাতির উড়ন্ত সাপ। এই সাপগুলোকে মূলত শ্রীলঙ্কায় পাওয়া যায়। এগুলো সাধারণত শুষ্ক আবহাওয়ায় এবং অন্তর্বর্তী জলবায়ুতে দেখা যায়। এরপর এই সাপগুলোকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।