ওয়েব ডেস্ক : প্রস্তাব ছিল ১৩৩টি পণ্যের জন্য। তার মধ্যে ৬৬টি পণ্যের উপর ধার্য করের হার কমাল GST কাউন্সিল। আজ সব রাজ্যের অর্থমন্ত্রী ও অর্থসচিবদের নিয়ে বৈঠকের পর একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যার মধ্যে রয়েছে ডায়াবেটিসে অপরিহার্য ইনসুলিন। করের হার ১২% থেকে কমিয়ে করা হয়েছে ৫%। প্যাকেটজাত খাবার সহ কিছু ফল ও সবজির ক্ষেত্রে করের হার কমানো হয়েছে ১৮% থেকে ১২%-তে। কর কমানো হয়েছে ধূপকাঠিরও। ১২% থেকে কমিয়ে করের হার স্থির করা হয়েছে ৫%। একইসঙ্গে কম্পিউটার প্রিন্টারের উপর করের হারও কমিয়ে ১৮% করা হয়েছে। এছাড়া কাজুবাদাম, প্লাস্টিক টারপোলিন, অনুশীলন বই, বাচ্চাদের ছবি আঁকার বই, ট্রাক্টরের যন্ত্রাংশ প্রভৃতির উপর থেকেও করের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


১ জুলাই থেকে চালু হচ্ছে GST। ৫%, ১২%, ১৮%, ২৮%- মোট ৪টি স্তরে GST-র করের হার নির্ধারণ করা হয়েছে। GST-র আওতা থেকে বাদ রাখা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যকে।


আরও পড়ুন, GST এফেক্ট : ১ জুলাই থেকে দাম কমছে নিত্য প্রয়োজনীয় জিনিসের