ওয়েব ডেস্ক: পশুখাদ্য মামলায় দোষী লালুপ্রসাদ যাদবকে সাড়ে ৩ বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছে রাঁচির সিবিআই আদালত। সিবিআই আদালত থেকে জামিন নিতে পারবেন না আরজেডি সুপ্রিমো। তাঁকে হাইকোর্টের দ্বারস্থ হয়ে জামিন নিতে হবে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলের সুপ্রিমোকে জেলযাত্রার হাত থেকে বাঁচাতে  হাল ছাড়ছে না আরজেডি। লালুপুত্র তেজস্বী যাদব জানিয়েছেন, আইন আইনের পথে চলেছে। রায় খতিয়ে দেখার পর হাইকোর্টে জামিনের আবেদন করবেন তাঁরা। লালুর আর এক পুত্র তেজপ্রতাপের কথায়,'' বিচারব্যবস্থার উপরে আস্থা রয়েছে আমাদের। আমরা আত্মবিশ্বাসী  জামিন পাবেন লালুপ্রসাদ যাদব।''        


 




পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় রাজস্ব ক্ষতি হয় প্রায় ৮৯ লক্ষ টাকা। ওই মামলায় লালু-সহ ১৫জনকে দোষী সাব্যস্ত করে আদালত। এর আগে চাইবাসা মামলাতে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ খোয়াতে হয় আরজেডি সুপ্রিমোকে।