নিজস্ব প্রতিনিধি:  কাশ্মীর সমস্যার সমাধানে করতে ধারাবাহিক আলোচনা চলবে। সোমবার সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আলোচনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন ডিরেক্টর দীনেশ্বর শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  রাজনাথ জানান, জম্মু কাশ্মীরের সব পক্ষের সঙ্গেই সমস্যা সমাধানের ব্যাপারে কথা বলবেন এই প্রতিনিধি। তিনিই সেখানকার মানুষের দাবি বোঝার ও তা মেটানোর চেষ্টা করবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজনাথ সিং আরও বলেন, '' দীনেশ্বর শর্মা ক্যাবিনেট সচিবের সমান গুরুত্ব, মর্যাদা ভোগ করবেন। তিনি তাঁর কাজের ক্ষেত্রে কার সঙ্গে কথা বলবেন, সেটা একান্তই তাঁর নিজের সিদ্ধান্ত।''


আরও পড়ুন- ফুটপাতে ধর্ষণ, হল ভিডিও, তারিয়ে তারিয়ে দেখলেন পথচারীরা!


এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আবারও মনে করিয়ে দেন, মোদী সরকার জম্মু কাশ্মীরের মানুষের প্রতি সংবেদনশীল। তাঁদের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে বিচার করে এই সরকার। প্রসঙ্গত মোদীও তাঁর ভাষণে বলেছিলেন, '' বুলেটে নয়, জম্মু কাশ্মীরের মানুষকে বুকে টেনেই সমস্যা সমাধান করতে হবে।''  সেই চিন্তা ভাবনাকে মান্যতা দিতেই কেন্দ্রের এই উদ্যোগ।


নতুন দায়িত্ব পাওয়ার পর দীনেশ্বর শর্মা জানান, '' এটা অনেক বড় একটা দায়িত্ব। অনেক সংবেদনশীল হওয়া প্রয়োজন। আমি আশা করছি, কেন্দ্রের প্রত্যাশা পূরণ করতে পারব।''