Jammu and Kashmir: তিলক কেটে স্কুলে কেন? ছাত্রীকে `বেধড়ক` মার শিক্ষকের
অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে, পুলিসে অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদন: তিলক কেটে স্কুলে যাওয়ায়, এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে জম্ম-কাশ্মীরের রাজৌরি জেলায়। অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম নাসির আহমেদ। মেয়েটির অভিভাবকদের অভিযোগ, কাঁদতে কাঁদতে বাড়িতে এসে মারধরের কথা জানায় সে। বলে, তিলক কেটে স্কুলে যাওয়ায় তাকে মারধর করেছে ওই শিক্ষক। এরপরই স্কুলে অভিযোগ জানান তাঁরা। পুলিসেরও দ্বারস্থ হন। অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছেন রাজৌরি জেলার ডেপুটি কমিশনার।
পুলিস সূত্রে খবর, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মারধর-সহ কটূক্তিরও অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করছেন তাঁরা।
আরও পড়ুন: Amit Shah Attacked TMC: 'বাংলায় না যাওয়াই ভাল, গেলে খুন হয়ে যেতে পারেন', রাজ্যসভায় বিস্ফোরক অমিত শাহ
আরও পড়ুন: Sextortion: ফোনে হঠাৎ 'বিবস্ত্র' মহিলা, ৩৫ সেকেন্ডের ভিডিও দেখে কংগ্রেস নেতার 'শিরে সংক্রান্তি'