নিজস্ব প্রতিবেদন : নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হলেন মুম্বই পুলিসের যুগ্ম কমিশনার হিমাংশু রায়। শুক্রবার দুপুর ১.৪০টা নাগাদ নিজের বাড়িতেই আত্মঘাতী হন তিনি। কিছুদন ধরে ক্যানসারে ভুগছিলেন এই পুলিসকর্তা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৮৮ ব্যাচের আইপিএস হিমাংশু রায় অত্যন্ত দক্ষ পুলিস আধিকারিক বলেই পরিচিত। ২০১৩-সালের আপিএল স্পট ফিক্সিং মামলা থেকে সাংবাদিক জতির্ময় দে হত্যা মামলার মতো হাই প্রোপাইল মামলায় অন্যতম তদন্তকারী ছিলেন তিনি।


জানা গেছে, গত কয়েকমাস ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত। সেজন্য তাঁকে কড়া মাত্রার স্টেরয়েড নিতে হত বলেও জানিয়েছেন তাঁর চিকিত্সক। তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।


আরও পড়ুন- কুলদীপ সিং সেঙ্গার নিজের বাড়িতেই ধর্ষণ করেছে : সিবিআই