বেঙ্গালুরু: জেল থেকে ছাড়া পেলেন তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। তাঁকে পারাপান্না আগ্রাহারা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিয়ে আসতে শুক্রবারই বেঙ্গালুরু রওনা দিয়েছিলেন রাজ্যের ছয় মন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AIDMK নেত্রীর সঙ্গে জামিন পেয়েছেন অন্য তিন অভিযুক্ত শশিকলা নটরাজন, ভিকে সুধাকরণ এবং জে ইলাভারাসি। তাঁরাও আজই আম্মার সঙ্গে বাইরে আসেন তাঁরাও।


গতকাল শীর্ষ আদালতের প্রধানবিচারপতি এইচ এল দত্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ হিসাব বহির্ভুত সম্পত্তির মামলায় দোষীদের জামিন মঞ্জুর করে। জয়ললিতার পক্ষে সওয়াল করেন দেশের প্রথম সারির আইনজীবী ফলি নারিমন। জয়ললিতার মুক্তির খবর অকাল দীপাবলি নিয়ে আসে সমর্থকদের মধ্যে।