নিজস্ব প্রতিবেদন: প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়পাল রেড্ডি। বিগত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত জয়পালের চিকিৎসা চলছিল হায়দরাবাদের একটি হাসপাতালে। শনিবার গভীর রাতে হায়দরাবাদের একটি হাসপাতালে তাঁর মৃত্য হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৪২ সালের ১৬ জানুয়ারি তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় নেরমাত্তা গ্রামে জন্ম হয় জয়পাল রেড্ডির। ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হন তিনি। তাই ক্রাচের সাহায্য নিয়েই হাঁটাচলা করতে হত তাঁকে।


আরও পড়ুন: ইয়েদুরাপ্পা সরকারকে বাইরে থেকে সমর্থনের কোনও প্রশ্নই নেই, জল্পনা ওড়ালেন কুমারস্বামী


১৯৮৪ সাল থেকে টানা কয়েক দশক তিনি সাংসদ ছিলেন। একাধিক বার তিনি কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের সময় তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কেন্দ্রে যখন ইউপিএ-১ সরকার, সে সময় তিনি ছিলেন সংস্কৃতি ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী। ইউপিএ-২-এর জামানায় পেট্রোলিয়ম, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি।