নিজস্ব প্রতিবেদন: বিনামূল্যে চাল পেতে গেলে খোলা জায়গায় শৌচকর্ম বন্ধ করতে হবে। পাশাপশি আবর্জনামূক্ত করতে হবে গ্রামকে। এমনই ঘোষণা করলেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভোটে বাহিনী চেয়ে ৫ রাজ্যকে চিঠি পাঠাল নবান্ন
বেদী জানিয়েছেন, কোনও গ্রামে বিনামূল্যে তখনই চাল দেওয়া হবে ‌যখন সেই এলাকার বিধায়ক কিংবা পঞ্চায়েত কমিশনার গ্রামটিকে নির্মল গ্রাম বলে ঘোষণা করবেন। এনিয়ে একটি নির্দেশিকাও জারি করেছেন লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রশাসিত পুদুচেরিতে স্বচ্ছ ভারত অভি‌যান প্রকল্পের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেন কিরণ বেদী। 
আরও পড়ুন-অমিয় পাত্রের বাড়িতে হামলা, অভিযোগের তির শাসকদলের দিকে
লেফটেন্যান্ট গভর্নরের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। তিনি বলেন, ‘গভর্নরের এই মন্তব্য থেকে বোঝা ‌যায় উনি পুদুচেরির গ্রাম সম্পর্কে একেবারেই অবহিত নন। অঞ্চলের অধিকাংশ গ্রামই পরিচ্ছন্ন। কয়েকটি জায়গায় আবর্জনা রয়েছে। সেগুলিকে সাফ করার চেষ্টা হচ্ছে।' দিল্লি, মহরাষ্ট্র, হরিয়ানাতেও অপরিচ্ছন্নতা রয়েছে। সেখানে কি বিনামূল্যে চাল দেওয়া বন্ধ হয়েছে? প্রশ্ন নারায়ণস্বামী।