প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মোদী-শাহ-মমতার
প্রজাতন্ত্র দিবসে মোদী-শাহ-মমতার শুভেচ্ছা বার্তায় ভরল টুইট।
নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে কলকাতা ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন হল গোটা দেশ জুড়ে। কুচকাওয়াজ, মহিলা বিগ্রেড সবকিছুর মধ্যে দিয়ে ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন হল মহাসমারহে। আর প্রজাতন্ত্র দিবসে মোদী-শাহ-মমতার শুভেচ্ছা বার্তায় ভরল টুইট।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানায় ৭১তম প্রজাতন্ত্র দিবসের।
প্রধানমন্ত্রীর পথ অবলম্বন করেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দেশবাসীকে শুভেচ্ছা জানায় ৭১তম প্রজাতন্ত্র দিবসের।
আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের সংবিধান রক্ষা এবং প্রস্থাবনায় বর্ণিত সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্বের নীতিগুলি সমর্থন করার কথা বলেছেন।