নিজস্ব প্রতিবেদন: ডাক্তার নন। নেই কোনও বৈধ ডাক্তারি সার্টিফিকেট। কিন্তু দিনের পর দিন করোনা রোগীদের চিকিৎসা করে যাচ্ছিলেন। অভিযোগ পেয়ে, নাগপুরের কামথি এলাকা থেকে এক ব্য়ক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম চন্দন নরেশ চৌধুরী। যিনি পেশায় আসলে ফল এবং আইসক্রিম বিক্রেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ফল ও আইসক্রিম বিক্রি করতেন  চন্দন নরেশ চৌধুরী। অতিমারির সময়ে ওম নারায়ণ মাল্টিপার্পস সোসাইটি নামে একটি ছোট ডিসপেনশারি খুলে বসেন তিনি। প্রথমে সেখানে সাধারণ রোগীদের চিকিৎসা করা হত। পরে করোনা রোগীদেরও চিকিৎসা শুরু করেন ধৃত চন্দন নরেশ চৌধুরী। অভিযোগ, করোনা পরিস্থিতিতে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এই বেআইনি ব্য়বসা ফাঁদেন তিনি। 


আরও পড়ুুন: দিল্লিতে বাড়ল lockdown-র মেয়াদ, বন্ধ একাধিক পরিষেবা


পুলিশ সূত্রে খবর, এক ব্য়ক্তি অভিযোগ দায়ের করলে, এই ভুয়ো ডাক্তারির বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ পেয়ে, ওম নারায়ণ মাল্টিপার্পস সোসাইটি নামের ওই ডিসপেনশারিতে তল্লাশি চালায় পুলিশ। ভুয়ো ডাক্তারি করার অপরাধে চন্দন নরেশ চৌধুরী নামের ওই ফল বিক্রেতাকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়, ডিসপেনশারিতে মজুত সমস্ত অক্সিজেন সিলিন্ডার, ইঞ্জেকশন এবং চিকিৎসার সরঞ্জাম।     


আরও পড়ুুন: স্বপ্নের ভারত গড়তে রবীন্দ্রনাথের আদর্শ শক্তি ও অনুপ্রেরণা দেয়: মোদী