কাটল না জট। ফের অচলাবস্থার ইঙ্গিত এফটিআইআই-এ। গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যান পদে রাখার সিদ্ধান্তে অনড় কেন্দ্র। তবে  ছাত্রদের ক্ষোভ কিছুটা কমাতে একজন কো-চেয়ারম্যান নিয়োগের কথা ভাবছে তারা।


সূত্রের খবর, ছাত্রদের অপছন্দের পাঁচ প্রতিনিধিকে গভর্নিং কাউন্সিল থেকে সরিয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে তাতেও অবশ্য চিঁড়ে ভিজছে না। বরং ফের আন্দোলন শুরু করার কথা ভাবছেন পড়ুয়ারা। আজ কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেছিলেন এফটিআইআই পড়ুয়াদের এক প্রতিনিধি দল। তাতে সমাধানসূত্র মেলেনি। বৃহস্পতিবার ফের বৈঠকে বসবে দুপক্ষ। এর আগে আলোচনার আশ্বাসে  সাতাশে সেপ্টেম্বর অনশন ওঠে এফটিআইআই-এ।