পুণের FTII-তে যাদবপুরের ছায়া। মধ্যরাতে ক্যাম্পাসে ঢুকে পাঁচ ছাত্রকে গ্রেফতার করল পুলিস। ঘেরাও তুলতে পুলিস ডাকলেন ইনস্টিটিউটের ডিরেক্টর। ছাত্রদের
বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগও করেছেন তিনি। জামিন অযোগ্য ধারায় এফআইআর হলেও অবশ্য আদালত জামিন দিয়েছে ছাত্রদের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৬ সেপ্টেম্বর, ২০১৪


ছাত্রদের ঘেরাও তুলতে উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তীর কথায় মধ্যরাতে পুলিস ঢোকে যাদবপুর ক্যাম্পাসে। তারপর বেপরোয়া লাঠি, গ্রেফতার।


১৮ অগাস্ট, ২০১৫


ছাত্রদের ঘেরাও তুলতে ডিরেক্টর প্রশান্ত পাথরাবের অভিযোগ পেয়ে মধ্যরাতে পুলিস ঢুকল পুণের FTII ক্যাম্পাসে। গ্রেফতার পাঁচ ছাত্র।


এফটিআইআই-এ যাদবপুরের ছায়া


মূল্যায়নের পদ্ধতি সহ নানা অভিযোগে মঙ্গলবার সন্ধে থেকে ডিরেক্টরকে ঘেরাও করেন FTII-এর ছাত্রছাত্রীরা। আট থেকে দশ ঘণ্টা ঘেরাও চলে। পনেরো জন ছাত্রের বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানান ডিরেক্টর। অভিযোগ পেয়ে গভীর রাতে ক্যাম্পাসে ঢুকে ধরপাকড় চালায় পুলিস।


বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন FTII-এর ডিরেক্টর প্রশান্ত পাথরাবে। এগারো মাস আগে অভিজিত্‍ চক্রবর্তীর কথার প্রতিধ্বনিই যেন শোনা গেল তাঁর গলায়। বেআইনি জমায়েত, দাঙ্গা বাধানো, ইচ্ছাকৃত আঘাত, কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি দেওয়ার মতো একাধিক জামিনঅযোগ্য ধারায় পাঁচ ছাত্রকে গ্রেফতার করে পুলিস।


গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যান নিয়োগ করার প্রতিবাদে দু-মাসের ওপর একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন FTII-এর ছাত্রছাত্রীরা। ডিরেক্টর প্রশান্ত পাথরাবে অবশ্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চাপে ছাত্রদের বিরুদ্ধে FIR-এর  অভিযোগ অস্বীকার করেছেন। FTII-এর পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের দল গঠন করেছে কেন্দ্র।