ওয়েব ডেস্ক:  আকাশছোঁয়া পেট্রোলের দামে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তের।  কোথাও কোথাও পেট্রোল প্রায় ৮০ ছুঁই ছুঁই। রাজ্যেও চিত্রটা প্রায় একই রকম। এরই মধ্যে পেট্রোল ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। দিওয়ালির মধ্যেই জ্বালানির দাম বেশ খানিকটা কমে যাবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোদী সরকারের সিদ্ধান্তে সম্প্রতি পেট্রোল ডিজেলের দামের রোজ পুনর্মূল্যায়নের ফলেই উর্ধ্বমুখী জ্বালানির দাম। বিরোধীরাও তোপ দাগছেন তাতে। যদিও পেট্রোলিয়াম মন্ত্রী খাড়া করেছেন অন্য যুক্তি। আমেরিকাতে ঝড়ের কারণেই তেলের উত্পাদন ১৩ শতাংশ কমে গিয়েছে। ফলে বিশ্বের বাজারেই পরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে বাজারে।  


কিন্তু তাতে প্রশ্ন উঠছে,  হাঠত্  কী এমন ঘটল, যাতে এখনই জ্বালানির দাম কমছে?


ধর্মেন্দ্র প্রধান প্রথম থেকেই দাবি করে আসছিলেন, পেট্রোল ডিজেলকে জিএসটি-র আওতায় আনতে পারলেই, তার দাম এক ধাক্কায় অনেকটা কমে যাবে। লিটার প্রতি প্রায় ৩৮ টাকা পেট্রোল হয়ে যাবে বলে দাবি করেন তিনি। কিন্তু তা এখন বেশ সময় সাপেক্ষই বটে। কারণ গোটা বিষয়টিই নির্ভর করছে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তের ওপর। সর্বোপরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অরুণ জেটলির গুরুত্বপূর্ণ বিবেচনাও এবিষয়ে কার্যকরী। কিন্তু তা সত্ত্বেও দিওয়ালির মধ্যেই পেট্রোল ডিজেলের দাম কমবে বলে আশ্বাস দিলেন মন্ত্রী। মঙ্গলবারই তিনি ইঙ্গিত দিয়েছেন, দিওয়ালির মধ্যে জ্বালানির দাম কমবে অনেকটা। কীসের ভিত্তিতে তিনি এই ইঙ্গিত দিলেন তা স্পষ্ট না হলেও,কেন্দ্রের সিদ্ধান্তে পুজোর মরশুমে যে মধ্যবিত্তের স্বস্তি ফিরবে, তা বলাই বাহুল্য।