হাথরাসে যাওয়ার পথে পুলিসের সঙ্গে ধ্বস্তাধস্তি রাহুল গান্ধীর। তুমুল ধাক্কাধাক্কির পর গ্রেফতার রাহুল প্রিয়াঙ্কা। পথ আটকানোর জন্য সক্রিয় যোগী রাজ্যের পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রেফতার প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমি একা যেতে চেয়েছি। একা গেলে ১৪৪ ধারা ভঙ্গ করা হয় না। একইসঙ্গে তিনি টুইট করে জানিয়েছেন, "দুঃখের সময়ে প্রিয়জনদের একা রাখা হয় না। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা, সরকারকে ভয় পাওয়াচ্ছে। এত ভয় পাবেন না, মুখ্যমন্ত্রী!" 


আরও পড়ুনচাঞ্চল্যকর! হাথরসের নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্টে নেই ধর্ষণের উল্লেখ


হাথরাস পৌঁছনোর আগেই প্রিয়াঙ্কা রাহুলের পথ আটকায় উত্তরপ্রদেশ পুলিস। গ্রেটার নয়ডায় ঢুকতেই কনভয় আটকায় পুলিস। ধ্বস্তাধস্তির সময় রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা যায়। উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়ের গণধর্ষণ কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এরপর হেঁটেই রওনা হন প্রিয়াঙ্কা। কিন্তু, হাথরাস পর্যন্ত যেতে দেওয়া হয় না। প্রিয়াঙ্কা বলেন 'উন্নাওয়ের ঘটনার পরও এতটুকু বদল হয়নি উত্তরপ্রদেশের।'