নিজস্ব প্রতিবেদন: সাতসকালে জেলের মধ্যেই গুলি। নিকেশ উত্তর প্রদেশের কুখ্যাত মাফিয়া ডন প্রেম প্রকাশ সিং ওরফে মুন্না বজরঙ্গি। রবিবারই ঝাঁসি থেকে বাগপত জেলে আনা হয় মুন্নাকে। সোমবার তাকে  আদালতে তোলার কথা ছিল। তোলাবাজির একটি অভি‌যোগ তাকে গ্রেফতার করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি পুনর্বিবেচনার আর্জির ওপর সোমবারই চূড়ান্ত রায় দিতে পারে সুপ্রিম কোর্ট


বাগপত পুলিসের দাবি জেলের মধ্যেই মুন্নাকে গুলি করে আরেক মাফিয়া সুনীল রাঠি। প্রিজন ভ্যান এসে মুন্নাকে আদালতে নিয়ে ‌যাওয়ার আগেই ওই গুলি। জেলের মধ্যে কীভাবে পিস্তল এল তা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন ইউপির আইজি প্রিজন।


আরও পড়ুন-থাইল্যান্ডের গুহা থেকে বার করা হল ৬ শিশুকে, এখনো বাকি ৭  


সম্প্রতি সাংবাদিক ডেকে মুন্নার স্ত্রী সীমা অভি‌যোগ করেছিলেন উত্তরপ্রদেশ পুলিসের হিট লিস্টে রয়েছে তার স্বামী। কারণ তার স্বামী শাসকদল বিরোধীদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন।



মুন্নার বিরুদ্ধে একাধিক তোলবাজি ও খুনের মামলা রয়েছে। অন্ধকার জগতের লোক হলেও রাজনীতির ময়দানেও নেমেছিল মুন্না। ২০১২ সালে আপনা দল-এর পক্ষে ভোটে দাঁড়িয়েছিল জৌনপুরের মারিয়াহু আসন থেকে।