ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুতে সাংবাদিক খুনে দেশজুড়ে নিন্দার ঝড়। তোলপাড় সোশ্যাল মিডিয়া। পথে সাধারণ মানুষ। কাল রাতে নিজের বাড়ির সামনেই খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ। কট্টর হিন্দুত্ববাদের কড়া সমালোচক ছিলেন তিনি। গৌরীর মৃত্যুর তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দুষ্কৃতীদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিস। ঘটনায়, কংগ্রেস তাদের দিকে আঙুল তুললেও অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় বলে জানিয়ে উল্টে কর্নাটকের কংগ্রেস সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিক গৌরী লঙ্কেশের তীক্ষ্ণ লেখনি অনেকেরই অপছন্দ ছিল। সেকারণেই সম্ভবত টার্গেট হলেন এই বিশিষ্ট সাংবাদিক। হত্যাকাণ্ডের কড়া নিন্দা করে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।