ওয়েব ডেস্ক: গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় অভি‌যোগ দায়ের করল বিজেপি। গৌরী লঙ্কেশের হত্যার পর আরএসএস-বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন কংগ্রেস সহ-সভাপতি। তদন্ত শুরুর আগেই তাঁর ওই মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। কর্ণাটকের চিকমাগলৌর থানায় রাহুলের বিরুদ্ধে অভি‌যোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের পর রাহুল বলেছিলেন, ”এটাই বিজেপি ও আরএসএস-এর আদর্শ। কেউ বিরোধিতায় সরব হলেই চাপ সৃষ্টি, মারধর এমনকি খুন প‌র্যন্ত করা হয়।" তদন্তের আগেই  কীসের ভিত্তিতে আরএসএস-কে কাঠগড়ায় তুললেন রাহুল, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। রবিশঙ্কর প্রসাদ বলেন,"রাহুলের মন্তব্যের পর কর্ণাটক সরকারের তরফে কি নিরপেক্ষ তদন্ত আশা করা ‌যায়?"     


আরও পড়ুন, লঙ্কেশরাহুল গান্ধীর