দেশের প্রথম `চিফ অফ ডিফেন্স স্টাফ` সেনাপ্রধান বিপিন রাওয়াত
নতুন পদ সৃষ্টির পর থেকেই জল্পনা শুরু হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন: দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন জেনারেল বিপিন রাওয়াত। ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটির গ্রিন সিগন্যালের পরই ঘোষণা করা হল সোমবার। তিন বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের সংযোগস্থাপন করবেন তিনি। আগামিকাল অর্থাত্ মঙ্গলবারই সেনাপ্রধান পদে অবসর নেবেন জেনারেল রাওয়াত।
দিন কয়েক আগেই জল-স্থল-বায়ু তিন বাহিনীর প্রধান হিসেবে 'চিফ অফ ডিফেন্স স্টাফ' নামে নতুন পদ সৃষ্টি করে কেন্দ্র। 'চিফ অফ ডিফেন্স স্টাফ' সরকারের প্রতিরক্ষা ও সামরিক বিষয়ের প্রধান উপদেষ্টা৷ অর্থাত্ জল, স্থল ও বায়ুসেনা- তিন বাহিনীর প্রধান হবেন এই 'চিফ অফ ডিফেন্স স্টাফ'।
নতুন পদ সৃষ্টির পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনাকে সত্যি করেই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। আগামিকাল সেনাপ্রধানের পদ থেকে অবসরের পরেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সেনাবাহিনীর সঙ্গে কেন্দ্র সরকারের সমন্বয়ের কাজ করবেন বিপিন রাওয়াত।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন!