ওয়েব ডেস্ক : মাত্র ১১ টাকা। পকেট থেকে গুনে গুনে মাত্র ১১ টাকা বের করলেই হবে। 'পাপমুক্তি' ঘটবে আপনার। শুধু কি তাই? সেইসঙ্গে আপনি পেয়ে যাবেন পাপমুক্তির 'শংসাপত্র'ও!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজস্থানের প্রতাপগড় জেলার গৌতমেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের গায়ে লাগোয়া একটি পুকুর। কথিত আছে, মন্দির লাগোয়া সেই পুকুরের জলে স্নান করলেই নাকি সব পাপ ধুয়ে যায়। এর সঙ্গেই রয়েছে সার্টিফিকেটের বন্দোবস্ত। ১১ টাকাতে মিলছে সেই 'পাপমুক্তির সার্টিফিকেট।' যারমধ্যে ১০ টাকা হচ্ছে 'দোষ নিবারণে'র জন্য আর ১ টাকা প্রণামী।


সারাক্ষণই ভিড়ে জমজমাট এই মন্দির। অনেকে একে বলেন 'পাপমোচন তীর্থ'। আবার অনেকে বলেন, 'উপজাতিদের হরিদ্বার'। স্বাধীনতার পর থেকেই নাকি এমন হয়ে আসছে গৌতমেশ্বর মন্দিরে। অপরাধীরা এখানে এসে স্নান করে শংসাপত্র নিয়ে চলে যায়!


যাই হোক, একবার ভাবুন দেখি, দেশের সব অপরাধী যদি এখানে এসে এভাবে শংসাপত্র নিয়ে চলে যায়, তাহলে দেশের বিচার ব্যবস্থার কী হবে?