ওয়েইসির `ঘরে` গেরুয়া হানা! হায়দরাবাদ পুরনিগমে অনেকটাই এগিয়ে বিজেপি
হায়দরাবাদ পুরনিগমের মোট ১৫০টি সিটের মধ্যে এখনও পর্যন্ত ৮৫টিতে এগিয়ে রয়েছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন- নিজামের শহরেও কি এবার তবে গেরুয়া ঝড় উঠবে! প্রাথমিক ট্রেন্ড তো সেই ইঙ্গিতই দিচ্ছে। হায়দরাবাদ পুরনিগমের ৮৫টি আসনে এগিয়ে বিজেপি। অর্থাত্, এবার AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসির ঘরেও হানা দিল বিজেপি। গত কয়েকদিন ধরেই বিজেপি বনাম ওয়েইসির বাকযুদ্ধ চলছে। ওয়েইসির বিরুদ্ধে বিজেপির বি টিম হিসাবে কাজ করারও অভিযোগ উঠেছিল। তবে সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওয়েইসি। তিনি পাল্টা দাবি করেন, দেশের সমস্ত রাজনৈতিক পার্টিই তাঁকে সামনে রেখে ফায়দা তোলার চেষ্টা করে।
হায়দরাবাদ পুরনিগমের মোট ১৫০টি সিটের মধ্যে এখনও পর্যন্ত ৮৫টিতে এগিয়ে রয়েছে বিজেপি। AIMIM এগিয়ে রয়েছে মাত্র ১৭টি আসনে। কংগ্রেস দুটিতে। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ৩৭টি আসনে এগিয়ে রয়েছে আপাতত। হায়দরাবাদ পুরনিগমের নির্বাচনী প্রচারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। অমিত শাহ সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা হায়দরাবাদে প্রচারে গিয়েছিলেন।
আরও পড়ুন- অসাধ্যসাধন করে এ বছরের 'গ্লোবাল টিচার প্রাইজ' জিতে নিলেন মহারাষ্ট্রের এক স্কুলশিক্ষক
কিছুদিন আগে হায়দরাবাদের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করার কথা বলেছিলেন যোগী। জিএইচএমসি এলাকার মধ্যে তেলেঙ্গানার ২৫টি বিধানসভা এবং চারটি লোকসভা কেন্দ্র৷ তাই সেখানে শক্তি বাড়াতে চাইছে বিজেপি। যাতে তেলেঙ্গানাতেও শক্ত ঘাঁটি গড়া যায়। বৃহৎ হায়দরাবাদ পুরনিগমে গতবার টিআরএস ৯৯টি এবং আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম ৪৪টি আসন পেয়েছিল। বিজেপি-টিডিপি জোট পেয়েছিল মাত্র ৪টি আসন। দুটি আসন পেয়েছিল কংগ্রেস। কিন্তু এবার শুরু থেকেই গেরুয়া ঝড়।