জি  ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়ের ফারাক মাত্র কয়েক ঘণ্টার? স্রেফ দিল্লি নয়, উত্তরপ্রদেশেও তরুণীকে প্রায় দু'শোর মিটার দূরে টেনে নিয়ে গিয়েছে বেপরোয়া গতির গাড়ি! গুরুতর আহত অবস্থায় ওই তরুণী ভর্তি হাসপাতালে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। চালক পলাতক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, উত্তরপ্রদেশের কৌশাম্বীর বাসিন্দা কৌশল্যা দেবী নামে ওই তরুণী। ১ জানুয়ারি, রবিবার সাইকেলে চেপে কম্পিউটার ক্লাসে যাচ্ছিলেন তিনি।  কৌশল্যার মা জানিয়েছেন,' কম্পিউটার ক্লাসে যাওয়ার পথে কিছুটা ধীরে সাইকেল চালাচ্ছিল মেয়ে। আচমকাই তাকে ধাক্কা মারে একটি গাড়ি'। শুধু তাই নয়, ধাক্কা লাগার পর আবার ওই গাড়িতেই সাইকেল সমেত আটকে যান কৌশল্য়া! অভিযোগ, ওই অবস্থায় তাঁকে প্রায় দু'শো মিটার দূরে টেনে নিয়ে যান গাড়ির চালক। শেষপর্যন্ত গুরুতর আহত ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিস।


আরও পড়ুন: Sonia Gandhi Hospitalised: আচমকাই শ্বাসযন্ত্রে সমস্যা, হাসপাতালে ভর্তি সোনিয়া


এদিকে গাড়িটিকেও আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। এরপর গাড়িটি রাস্তার পাশে খাদে উলটে গেলে, ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। অভিযুক্তের নাম রাম নরেশ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস।


এর আগে, দিল্লিতে রাস্তা ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান এক তরুণী। বর্ষবরণের রাতে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন তিনি। সুলতানপুরী এলাকায় সেই স্কুটিকে ধাক্কা মারে একটি গাড়ি। সংঘর্ষের পর ওই তরুণীর পোশাক আটকে যায় গাড়ির সামনে, বাঁদিকের চাকায়। তারপর? গাড়িটি কয়েক কিমি দূরে টেনে যায় তাঁকে! শেষপর্যন্ত পুলিস যখন গাড়টিকে আটক করে, ততক্ষণে মৃত্যু হয়েছে ওই তরুণীর।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)