ওয়েব ডেস্ক : দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠল। দিল্লি পুলিসের সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটে এই ঘটনা। দিল্লির পুলিসের পক্ষ থেকে এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্যাতিতা তরুণী পুলিসকে জানিয়েছেন, গতকাল একটি গাড়িতে কয়েকজন দুষ্কৃতী তাঁকে হজরত নিজামুদ্দিন স্টেশন এলাকা থেকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর চলন্ত গাড়িতে তাঁকে ধর্ষণ করে ইন্দ্রপ্রস্ত পার্ক এলাকায় ফেলে রেখে যায়।


ঘটনার খবর পেয়ে পুলিস সেখানে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। তাঁকে চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।