স্ট্যাম্প পেপারে মেয়েদের নিলাম! রাজস্থানের খাপ পঞ্চায়েতকে নোটিস মানবাধিকার কমিশনের
চুক্তিপত্রে দেখানো হয় যে, ওই কিশোরীদের দত্তক নেওয়া হয়েছে। যদিও আদতে ওই কিশোরীদের এরপর পাচার করে করে দেওয়া হয়। সেখানে তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঋণ পরিশোধের বদলে মেয়ে! একেবারে স্ট্যাম্প পেপারে লিখিত-পড়িতভাবে মেয়েদের নিলাম। রাজস্থানের ভিলাওয়াড়াতে এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। এই ঘটনা সামনে আসতেই দেখা দিয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই এই ঘটনায় নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
অভিযোগ, রাজস্থানের ভিলওয়াড়াতে স্ট্যাম্প পেপারে কিশোরী মেয়েদের নিলাম করা হয়। লোন পরিশোধ করতে না পারলে, সেই সমস্যার সমাধান হিসেবে গ্রামের খাপ পঞ্চায়েত নিদান দেয় মেয়েদের নিলাম করার। সেই নিদান মোতাবেক গ্রামের কিশোরী মেয়েদের স্ট্যাম্প পেপারে নিলাম করা হয়। স্ট্যাম্প পেপারের সেই আনুষ্ঠানিক চুক্তিপত্রে দেখানো হয় যে, ওই কিশোরীদের দত্তক নেওয়া হয়েছে। যদিও আদতে ওই কিশোরীদের এরপর পাচার করে করে দেওয়া হয়। সেখানে তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়। তাদের উপর যৌন নির্যাতন করা হয়। তাদের দাসী বানিয়েও রাখা হয় বলে অভিযোগ।
এই ঘটনা সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন নোটিস পাঠিয়েছে রাজস্থান সরকারকে। এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছেন এনএইচআর সি। জাতীয় মানবাধিকার কমিশনের বক্তব্য, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, রাজস্থানে কীভাবে মানবপাচার চলছে! চার সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। রাজস্থানের মুখ্যসচিব ও ডিজির কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্টে উল্লেখ, মূলত ৮ থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোরীদের নিলাম করা হয় লোনের বাকি টাকা আদায়ের মাশুল হিসেবে।