ওয়েব ডেস্ক : রেজাল্ট-জ্বরে ফুটছে গোয়াও। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। গোয়া বিধানসভার মোট আসন ৪০টি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১২-র বিধানসভা নির্বাচনে ২১টি আসনে জিতে, গোয়ার মসনদে বসে বিজেপি। কংগ্রেসের হাতে ছিল ৯টি আসন। প্রাথমিক গণনার ট্রেন্ড অনুয়ায়ী, বিজেপি না কংগ্রেস, ম্যাজিক ফিগার কে পাবে, তা নিয়ে জোর দ্বন্দ্ব।


ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৮ থেকে ২২টি আসন। কংগ্রেসের দখলে আসতে পারে ৯ থেকে ১৩টি আসন। আপ পেতে পারে ২টি আসন। ইন্ডিয়া টিভির বুথফেরত সমীক্ষায় বিজেপির ঝুলিতে দেওয়া হয়েছে, ১৫ থেকে ২১টি আসন। ১২ থেকে ১৮টি আসতে জিততে পারে কংগ্রেস। ৪টি আসন পেতে পারে আপ। ইন্ডিয়া নিউজের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৫টি আসন। টাফ ফাইট দিতে পারে কংগ্রেস। ১০টি আসন যেতে পারে হাতের হাতে। আপ পেতে পারে ৭টি আসন।


বিস্তারিত জানতে ক্লিক করুন