নিজস্ব  প্রতিবেদন: এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানের করচি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হল GoAir এর একটি বিমান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ৪ লাখ পার, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গের ২ জেলা


বিমানটি আজ বিকেল মুম্বই থেকে সৌদির রাজধানী রিয়াধের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাঝ আকাশেই বিমানের এক ভারতীয় যাত্রী হৃদরোগে আক্রান্ত হন। বাধ্য হয়েই বিমানের পাইলট করাচি বিমানবন্দরে নামার অনুমতি চান। মেডিক্যাল এমার্জেন্সি হওয়ায় বিমানটিকে অবতরণ করতে অনুমতি দেয় করাচি বিমানবন্দর কর্তৃপক্ষ। 


আরও পড়ুন-শিল্পের জন্য জমি মিলবে আরও সহজে, সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করছে রাজ্য সরকার


বিমান অবতরণ করার পরই অসুস্থ ওই যাত্রীকে পরীক্ষা করেন বিমানবন্দরের চিকিত্সকেরা। কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।


এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বছর তিরিশের ওই যাত্রীর বাড়ি উত্তরপ্রদেশের বরেলিতে। আচমকাই সংজ্ঞা হারিয়ে মেঝেতে পড়ে যান ওই যুবক। তখনই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের পাইলট।