নিজস্ব প্রতিবেদন : শ্রীনগর থেকে উড়ানে নির্বিঘ্নেই জম্মুতে পৌঁছলেন যাত্রীরা। কিন্তু জম্মুতে পৌঁছেই আকাশ থেকে পড়লেন GoAir-এর বিমানযাত্রীরা। বিমানবন্দরে নেমে দেখলেন, বিমানে লাগেজ তুলতে ভুলে গেছেন বিমানকর্মীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তাঁদের শুনতে হল পরের দিন আসতে হবে লাগেজ নিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - হাঙ্গামার আশঙ্কায় মোতায়েন ২৩০০ পুলিস-কমান্ডো টিম, আজ ফের খুলছে সবরীমালা


রবিবার এই বেনজির অব্যবস্থার নজির রাখল GoAir বিমান সংস্থা। সংবাদসংস্থা পিটিআই-কে আব্দুল হামিদ নামে এক যাত্রী জানিয়েছেন, "GoAir-এর G8-213 বিমানে আমরা শ্রীনগর থেকে জম্মু এসে পৌঁছই। তবে বিমানকর্মীরা আমাদের লাগেজ তোলেননি।" জম্মুতে বিমানবন্দরে দীর্ঘক্ষণ লাগেজের জন্য অপেক্ষাও করতে হয় যাত্রীদের এমনও অভিযোগ এনেছেন ওই বিমানের যাত্রীরা। GoAir-এর বিমানকর্মীরা জানান, কিছুক্ষণ পর অন্য বিমান সংস্থার উড়ানে যাত্রীদের মালপত্র আনার ব্যবস্থা করা হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর জানান হয়, "আগামিকাল বিমানবন্দরে এসে লাগেজ সংগ্রহ করবেন।"   



এই ঘটনার পর GoAir কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে কোনও রকম মন্তব্য করেন নি।