নিজস্ব প্রতিবেদন : এই ধনতেরাসে সোনার বিক্রিবাটায় টান। ব্যাপক ছাড়েও সোনার গয়না কেনায় আগ্রহ নেই ক্রেতাদের। সমীক্ষা বলছে, ২০১৬-র উত্সবের মরশুমের চেয়ে চলতি বছরে সোনার বিক্রি পড়েছে ৩০ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিএসটি চালু হওয়ার পর বেড়েছে সোনার গয়নার দাম। যার জেরেই এই ধনতেরাসের সময় সোনার গয়নায় কেনায় মানুষের আগ্রহ কমেছে বলে মনে করা হচ্ছে। বরং এক্ষেত্রে উল্টে অনেকেই আবার আরেকটু বেশি খরচ করে হীরের গয়না কেনার দিকে ঝুঁকেছেন। বেশিমাত্রায় বিক্রি হচ্ছে হাল্কা গয়না, রূপোর মূর্তি এবং কম ওজনের কয়েন।


সর্বভারতীয় রত্ন ও গয়না ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যান নীতিন খাণ্ডেওয়াল জানিয়েছেন, নবরাত্রি থেকে শুরু করে এই দীপাবলির মরশুম পর্যন্ত পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। এর কারণ হিসেবে জিএসটির দরুণ বড় অঙ্কের কেনাবেচা কিছুটা কম হওয়াকেই তিনি উল্লেখ করেছেন। প্রাথমিক রিপোর্ট বলছে, গয়না কেনাকাটা কমেছে ২০ থেকে ৩০ শতাংশ।


আরও পড়ুন, স্বর্ণমন্দিরের পথে কন্যা হত্যার দায় মুক্ত তলোয়ার দম্পতি