ওয়েব ডেস্ক: রাজস্থানে প্রচুর সোনার খোঁজ পেলেন ভারতীয় ভূতাত্বিক সর্বেক্ষণ বিভাগের বিজ্ঞানীরা। অনুমান রাজস্থানের বাঁসবাড়া ও উদয়পুর জেলায় মোট ১১.৪৮ কোটি টন সোনা মজুত রয়েছে। শুক্রবার সাংবাদিকদের একথা জানিয়েছেন ভারতীয় ভূতাত্বিক সর্বেক্ষণের মহানির্দেশক এন কুটুম্বা রাও। তিনি জানিয়েছেন, উদয়পুর ও বাঁসবাডা জেলার ভুকিয়া ডোগরায় এই সোনার ভাণ্ডারের সন্ধান মিলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভূতাত্বিক সর্বেক্ষণের মহাপরিচালকের কথায়, ইতিমধ্যে রাজস্থানে ৩৫.৬৫ কোটি টন সিসার সন্ধান মিলেছে। এছাড়া ২০১০ সাল থেকে এখনো প‌র্যন্ত ৮.১১ কোটি টন তামার সন্ধান মিলেছে রাজস্থানে।


আরও পড়ুন - তরুণীকে ধর্মান্তরিত করে ধর্ষণের অভিযোগ


এছাড়া রাজস্থানের সিরোহি জেলায় আরও খনিজের সন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি। পটাশ ও গ্লুকোনেটের মতো খনিজের জন্য সওয়াই মাধোপুরে খনন চলছে বলে জানিয়েছেন কুটুম্বা রাও।