ওয়েব ডেস্ক: সরকারি কর্মচারীরা এবার এরও সুবিধা পেতে চলেছেন। ১১.৬১ লক্ষেরও বেশি সরকারী কর্মচারীরা এবার তাঁদের পেনশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন SMS-এর মাধ্যমে। সিনিয়র সিটিজেনদের যাতে কোনও হ্যারাশমেন্টে না পড়তে হয়, তার জন্যই নতুন এই সুবিধা চালু করা হয়েছে।


কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলি নতুন একটি ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন। www.Cpao.Nic.In. -এই ওয়েব সাইটটিতে লগ ইন করলেই সিভিল পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং ফ্রিডম ফাইটাররা তাঁদের পেনশনের যাবতীয় তথ্য জানতে পারবেন। শুধু তাই নয়, SMS-এর মাধ্যমেও তাঁরা পেনশনের সমস্ত স্ট্যাটাস জানতে পারবেন। এই সুবিধা প্রধাণত সিনিয়র সিটিজেনদের জন্যই নিয়ে এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।