Exclusive: `কুন্তল যা বলছে, সব মিথ্যা`, অভিযোগ ওড়ালেন গোপাল দলপতি
`নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই`।
জ্যোতির্ময় কর্মকার: সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি নিজেই! 'কুন্তল যা বলছে, সব মিথ্যা', জি ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন গোপাল দলপতি। তাঁর দাবি, 'নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই'।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত গোপাল দলপতি। কোথায় তিনি? খোঁজ মিলল অবশেষে। কীভাবে? সূত্রের খবর, গোপাল নিজেই নাকি সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। জানিয়েছেন, কাজের সূত্রে এখন শহরের বাইরে রয়েছেন। ২ ফেব্রুয়ারি কলকাতা ফিরে তদন্তকারীদের সঙ্গে দেখা করবেন।
এদিন দিল্লিতে জি ২৪ ঘণ্টাকে গোপাল দলপতি বলেন, 'বড় কোনও মাথা না থাকলে দুর্নীতি সম্ভব? যাঁরা দুর্নীতি করে, তাদের রাজনৈতিক রং হয় না। কিছু তো অন্যায় হয়েছে। অন্য়ায়ে আমিও জড়িয়ে গিয়েছিলাম। অন্যায় বুঝতে পেরে সরে আসি'।
নিয়োগ দুর্নীতিতে স্ত্রীর নাম কীভাবে জড়াল? কুন্তল ঘোষ কেন হৈমন্তীর নাম নিচ্ছেন? গোপাল দলপতির দাবি, 'সিবিআই প্রথমে ডেকেছিল। এরপর আমার স্থাবর, অস্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইল। যখন দিতে গেলাম, তখন দেখি কুন্তল ওখানে উপস্থিত। ব্যাঙ্ক স্টেটমেন্ট নমিনি হিসেবে হৈমন্ত গঙ্গোপাধ্যায়ের নাম ছিল। যেই দেখল নীচে লেখা আছে, রিলেনশিপ ওয়াইফ। সঙ্গে সঙ্গে হৈমন্তী গঙ্গোপাধ্যায় নামটা তুলে দিল। একটা নাম ভাসিয়ে দিয়ে বাজার গরম করার চেষ্টা করল'।
এদিকে বেহালায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে সিরিয়াল নম্বর লেখা কাগজ। যে সংখ্যাগুলি লেখা রয়েছে, সেগুলি প্রত্যেকটাই ৯ সংখ্যার। গোপাল বলেন, 'যে একাজের সঙ্গে যুক্তই নয়, তাঁর বাড়িতে OMR শিট পাওয়া গেল কী করে? হৈমন্তীকে বাঁচানোর চেষ্টা করছি না। ওকে বার্তা পাঠিয়েছি, সামনে এসে সবটা বলুক। কেউ হয়তো ঢুকিয়ে দিয়ে এসেছে'।