ওয়েব ডেস্ক: গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে নিজের চেষ্টায় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে কয়েক জনের প্রাণ বাঁচিয়েছিলেন চিকিৎসক কাফিল খান। তাঁকেই রবিবার বরখাস্ত করা হল। তিনি এনসেফেলাইটিস ওয়ার্ডের প্রধান ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিভিন্ন নার্সিংহোম থেকে নিজের চেষ্টায় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন কাফিল খান। প্রাণে বাঁচে শতাধিক শিশু। সেই চিকিৎসকেই সরিয়ে দেওয়া হল। এনআইএ-এর দাবি, কাফিলের জায়গায় বিআরডি কলেজের নোডাল অফিসার হিসেবে এলেন ভূপেন্দ্র শর্মা। কেন কাফিল খানকে সরানো হল, সে ব্যাপারে কোনও ব্যাখ্যা মেলেনি।


 



ডিএনএ-র প্রতিবেদনের দাবি, নিজের বন্ধুর নার্সিংহোম থেকে তিনটি অক্সিজেন সিলিন্ডার আনিয়েছিলেন কাফিল খান। হাসপাতাল ছাড়ার আগে কর্মীদের অ্যাম্বু ব্যাগ পাম্প করে ‌‌যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকি নিজের অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা তুলে সিলিন্ডারের দাম মিটিয়েছিলেন তিনি।