ওয়েব ডেস্ক: গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় অভি‌যুক্ত চিকিৎসক কাফিল খানকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। কাফিল খান বিআরডি মেডিক্যাল কলেজের শিশু বিভাগের নোডাল অফিসার ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই হাসপাতালে গত মাসে সত্তরটির বেশি শিশুর মৃত্যু হয়েছিল। হাসপাতালের জন্য বরাদ্দ অক্সিজেন সিলিন্ডার নার্সিংহোমে পাচার করার অভি‌যোগ উঠেছিল কাফিল খানের বিরুদ্ধে। তাঁকে নোডাল অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে তিন জনকে গ্রেফতার করল উত্তর প্রদেশের এসটিএফ। এসটিএফ-এর ডিআইজি মনোজ তিওয়ারি কাফিলের গ্রেফতারির কথা জানিয়েছেন।


উত্তর প্রদেশের প্রতিটি জেলায় হাসপাতালের উন্নতিতে একটি কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যনাথ। সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, কমিটির সমস্ত সুপারিশ মেনে নেওয়া হয়েছে। কাফিল খান-সহ অন্যান্যদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করার সুপারিশ করেছিল ওই কমিটিই। তবে ডিএনএ-র প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শিশুদের বাঁচাতে বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার এনেছিলেন চিকিৎসক কাফিল খান।


আরও পড়ুন,গোরক্ষপুর হাসপাতালে শিশুদের বাঁচানোর 'নায়ক' চিকিৎসক কাফিল খান