অত্যাধুনিক ভোটযন্ত্র VVPAT কেনায় সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
অত্যাধুনিক ভোটযন্ত্র VVPAT কেনায় সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে খরচ হবে প্রায় তিন হাজার কোটি টাকা। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নতুন এই মেশিনে ভোট দেওয়ার পর একটি রিসিপ্ট পাবেন ভোটাররা। উত্তরপ্রদেশ ভোটের রেজাল্ট বেরনোর পরই EVM-এ ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন বিরোধীরা। ভোটযন্ত্রের মাধ্যমে জয় পেয়েছে বিজেপি বলে দাবি তাদের। এই বিষয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে।
ওয়েব ডেস্ক : অত্যাধুনিক ভোটযন্ত্র VVPAT কেনায় সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে খরচ হবে প্রায় তিন হাজার কোটি টাকা। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নতুন এই মেশিনে ভোট দেওয়ার পর একটি রিসিপ্ট পাবেন ভোটাররা। উত্তরপ্রদেশ ভোটের রেজাল্ট বেরনোর পরই EVM-এ ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন বিরোধীরা। ভোটযন্ত্রের মাধ্যমে জয় পেয়েছে বিজেপি বলে দাবি তাদের। এই বিষয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে।
আরও পড়ুন- স্টেট ব্যাঙ্কের নতুন নিয়ম, অবশ্যই জানুন
২০১৪ সাল থেকেই VVPAT মেশিন কেনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা চেয়ে আসছে নির্বাচন কমিশন। বারবার এই নিয়ে চিঠিও দেওয়া হয়। অবশেষে সেই আর্জি মেনে নিল সরকার। যদিও কমিশনের দাবি অনুযায়ী পুরো অর্থ অনুমোদন করা হয়নি।