ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারের চাকরি, প্রাথমিক বেতন হবে ২০ হাজার টাকা, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত সরকার। যদিও ইউনিয়নগুলো দাবি জানিয়েছিল, কেন্দ্রীয় সরকারের চাকরির প্রাথমিক বেতন ২৬ হাজার টাকা করতে হবে। সরকার প্রাথমিকভাবে ইউনিয়নগুলোর দাবি নিয়ে আলোচনা করলেও ২৬ হাজার টাকা ন্যূনতম বেতনে তাঁরা রাজি হননি। অবশেষে কেন্দ্রীয় সরকারের যেকোনো চাকরির জন্য প্রাথমিক বেতন ধার্য্য করা হয় ২০ হাজার টাকা। 


কেন্দ্রীয় সরকারের কর্মীদের নানান দাবি-দবার মধ্যে বেতন বৃদ্ধি ছিল প্রধান। সরকার তাঁদের এই বিষয়ের ওপর আন্তরিক হওয়ায় খুশি কেন্দ্রীয় সরকারের কর্মচারি সংগঠনগুলোও।