নিজস্ব প্রতিবেদন: ৫০ কোটি টাকা বা তার বেশি ঋণ নিলে এবার পাসপোর্টের তথ্য জমা দিতে হবে ঋণগ্রহীতাকে। পিএনবিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিএনবি-র কাছ থেকে ১১,৪০০ কোটি ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি। এই ধরনের প্রবণতা ঠেকাতে এবার পাসপোর্ট সংক্রান্ত তথ্য বাধ্যতামূলক করা হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। 
 
আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমারের কথায়,''স্বচ্ছ ও দায়িত্ববোধ সম্পন্ন ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে তুলতে চাইছি। ৫০ কোটি টাকার ঋণ নিলে দিতে হবে পাসপোর্টের বিস্তারিত তথ্য। জালিয়াতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে।'' 


৫০ কোটি বা তার বেশি ঋণ নিলে ঋণগ্রহীতার পাসপোর্টের তথ্য নেবে ব্যাঙ্কগুলি। পাসপোর্ট সংক্রান্ত তথ্য হাতে না থাকায় দেশ ছেড়ে পালানোয় সুবিধা হয়েছে নীরব মোদীর মত ঋণখেলাপকারীদের।


আরও পড়ুন- পদ্মাবতের খিলজিকে দেখে আজমের কথা মনে পড়েছিল জয়াপ্রদার