ওযেব ডেস্ক : রাখী উত্সবকে কেন্দ্র করে স্কুলে ছুটি। আসেনি কোনও ছাত্রছাত্রী।  সেই সুযোগকে কাজে লাগিয়ে স্কুলঘরে চলল দেদার "ফুর্তি'। সঙ্গে ছিল 'মদের ফোয়ারা'। হাজির ছিলেন ২৪টি গ্রামের মাতব্বরা। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার এই  ঘটনার ভিডিও সামনে আসায় দেশজুড়ে এখন তা বিতর্ক ছড়িয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- SBI গ্রাহকদের জন্য সুখবর, কুইক মানি ট্রান্সফারের লিমিট এক লাফে বেড়ে হল ২৫,০০০ 


ভিডিওতে প্রকাশ কয়েকজন বার ড্যান্সারকে নিয়ে এসে ওই স্কুলঘরে চলছিল মজলিস।  স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, ওই গ্রামের পঞ্চায়েত প্রধান জোর করে তাঁর কাছ থেকে স্কুলের চাবি নিয়ে যান।   এরপরই শুরু হয় নাচ, গান ও মদের ফোয়ারা।  গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।   তবে, অভিযুক্তদের বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হতে পারে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রধান।