নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক মাসে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে ৪ টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। চলতি বছর অক্টোবর থেকে বন্ধ রয়েছে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬-য় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থাকে ১৪.২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডারে প্রতি মাসে ৪ টাকা করে দাম বাড়ানোর নির্দেশ দেয় কেন্দ্র। ওই বছর ১ জুন থেকে কার্যকর হয় ওই নির্দেশিকা। তবে চলতি বছর অক্টোবর থেকে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।


আরও পড়ুন- কীভাবে দিন কাটছে জেলবন্দি লালু প্রসাদের?


প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার একদিকে ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি, দেশের দরিদ্র মানুষদের জন্য উজ্জ্বলা প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। পরস্পর বিরোধী এই সিদ্ধান্ত নিয়ে কার্যত চাপে পড়ে সরকার। অন্যদিকে, দাম বাড়ানোর নির্দেশ দেওয়া হলেও পেট্রোলিয়াম সংস্থাগুলি ২০১৬-র জুন থেকে মাত্র ১০ বারই তা কার্যকর করে।


উল্লেখ্য, এক বছরে একটি পরিবার ১৪.২ কিলোগ্রাম ওজনের ১২টি এলপিজি সিলিন্ডার ভর্তুকি পাবে। তার থেকে বেশি সিলিন্ডার লাগলে তা আর ভর্তুকি যুক্ত দামে পাওয়া যাবে না। তবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ছিল প্রতি মাসে ৪টাকা করে ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম বাড়িয়ে তা ভর্তুকিহীণ সিলিন্ডারের সমান করা হবে। তারপর প্রতিটি ক্ষেত্রেই ভর্তুকি তুলে দেওয়া হবে। আপাতত চাপে পড়ে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হল সরকারকে।