নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি। বন্ধ ঘরে দু'জনের মধ্য়ে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। যদিও এই দেখা করাকে নিতান্তই 'সৌজন্য সাক্ষাৎ' বলেছেন রাজ্যপাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বিজেপি। ভোট পরবর্তি হিংসার অভিযোগে একাধিকবার শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারীরা। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। রাজ্যপালও একাধিকবার দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। তবে একবারও প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দেখা হয়নি। 


আরও পড়ুন: Parliament: সংসদের পবিত্রতা নষ্ট করেছেন বিরোধীরা, রাতে ঘুমোতে পারিনি: Venkaiah


আরও পড়ুন: Parliament: রাজ্যে নারী সুরক্ষার দাবিতে সংসদে BJP-র বিক্ষোভ, পাল্টা তোপ তৃণমূলের


বুধবার সংসদে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনখড়। বন্ধ দরজার পিছনে দু'জনের কী বিষয়ে কথা হয়েছে যদিও তা জানা যায়নি। এমনকী, বাইরে এসে সেই বৈঠককে 'সৌজন্য সাক্ষাৎ' বলে দাবি করেছেন জগদীপ ধনখড়ও। তবে রাজনৈতিক মহলে ওই বৈঠককে ঘিরে জল্পনা তুঙ্গে। নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলতে নারাজ ওয়াকিবহাল মহলের একাংশ।