নিজস্ব প্রতিবেদন: পোড়া মাটির ইট দিয়ে বাড়ি তৈরি নিষিদ্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার। দূষণ রুখতেই এমনটা ভাবা হচ্ছে বলে কেন্দ্রের তরফে খবর মিলেছে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, পোড়া মাটির ইটের বদলে কী ব্যবহার করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করছে তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় পূর্ত দফতরের কর্তারা জানাচ্ছেন, পোড়া মাটির ইট তৈরিরে ইটভাটায় প্রচুর কয়লা ব্যবহার হয়। যার জেরে দূষণ ছড়ায়। তাই দূষণ রোধে পোড়ামাটির ইট ব্যবহারে লাগাম টানা প্রয়োজন। সেক্ষেত্রে বিকল্প কী হতে পারে তা নিয়ে ভাবনাচিন্ত করছে দফতর। এব্যাপারে সংশ্লিষ্ট সমস্ত বিভাগের কর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 


প্রচুর নিয়োগ ভারতীয় বায়ুসেনায়, আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক পাস হলেই


সংবাদসংস্থাকে কেন্দ্রীয় পূর্ত দফতরের এক কর্তা জানিয়েছেন, বর্তমানে দূষণহীন ইট তৈরির বহু পদ্ধতি রয়েছে। বর্জ্য পদার্থ ব্যবহার করেও ইট তৈরি হচ্ছে। আমরা সেদিকে পদক্ষেপ করার চেষ্টা করছি। সেক্ষত্রে প্রথমে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বন্ধ হবে পোড়া মাটির ইটের ব্যবহার।


ইটভাটার দূষণ নিয়ে গত অক্টোবরেই দুশ্চিন্তা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দূষণ কমাতে ভাটাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গেও অবৈধ ইটভাটা অন্যতম মাথাব্যথার কারণ। ভাগীরথি, ইচামতি, চূর্ণী-সহ গাঙ্গেয় অববাহিকার একাধিক নদীর পাড়ে অসংখ্য অবৈধ ইটভাটা রমরমিয়ে চলছে। স্থানীয়দের বাধার মুখে আদালতের নির্দেশ কার্যকর করতে পারছে না প্রশাসন।